এখনে তিন কিংবদন্তী। "মহাত্মা গান্ধী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং শেখ মুজিব (চশমা চোখে দাঁড়িয়ে)"...সময়কাল ১৯৪৬ আগস্ট মাস। কলকাতার মহাদাঙ্গার পর গান্ধী সেখানে এসে অনশন শুরু করেন হোসেন শহিদ সোহ্রাওারদি তখন অবিভক্ত বাংলার প্রধান্মন্ত্রি।
সূত্র এবং ছবিঃ ফটো আর্কাইভস
0 মন্তব্যসমূহ